বিএনপি- জামায়াতের সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী আজাদ শেখ নিহত।
কাজী ইমরান,নড়াইল প্রতিনিধিঃ
যুবলীগের খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ থেকে বাড়ী ফেরার পথে বিএনপি- জামায়াতের সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী আজাদ শেখ নিহত
যুবলীগের খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ থেকে বাড়ী ফেরার পথে বিএনপি- জামায়াতের সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী আজাদ শেখ নিহত হয়েছেন। আহত হয়েছেন যুবলীগ কর্মী জনি সরদার।নড়াইলের কালিয়া উপজেলার ১১নং পেরুলিয়া ইউনিয়নে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আজাদ শেখ(৩০) ১১নং পেরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাত শেখের বড় ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে খুলনায় অনুষ্ঠিত যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে নড়াইল ০১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নেতৃত্বে নেতা কর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করে। এই মিছিলে আসে নিহত আজাদ শেখ। সমাবেশ শেষ করে সন্ধ্যার পর ১১ নং পেরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট পার হওয়ার পর পূর্ব থেকে ওৎপেতে থাকা বিএনপি- জামায়াতের সন্ত্রাসীরা হামলা করে। এই হামলায় আজাদ শেখ মারা যান। এছাড়াও জনি সরদার এক যুবলীগ কর্মী আহত হয়। আহত জনি সরদার পেরুলিয়া ইউনিয়নের আজিবের সরদারের পুত্র।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা শিকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
এ দিকে তার মৃত্যু সংবাদে তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছুটে যান নড়াইল ০১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, খুলনা মহানগর যুবলীগ এর সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। এ সময় নেতৃবৃন্দ কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা জানান। একই সাথে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে নেতৃবৃন্দ।