মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নড়াইল জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫) জুলাই বিকেলে লোহাগড়ার মধুমতী হেলথ কেয়ার সেন্টারের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নড়াইল জেলা শাখার আহবায়ক এম এম সুজন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাহমুদুল হাসান কায়েসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য, বিএম রমিচুর রহমান (বুলু), শরিফ নওরিন কবির বিশ্বাস, মোঃ আশিকুর রহমান দ্বীপ, এস এম মিজান উদ্দীন তুষার, শামিমা মতিন, মোঃ ইয়াসীর রহমান, রিনা পারভীন সহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযোদ্ধা সন্তানদের সমাজ ও দেশ সেবায় এগিয়ে আসতে হবে। দেশের অগ্রযাত্রায় মুক্তিযোদ্ধা সন্তানদের সামিল হতে হবে, তবেই হবে দেশের উন্নয়ন, তবেই হবে স্মার্ট বাংলাদেশ।মতবিনিময় সভায় নড়াইল ও লোহাগড়ার সংসদ সন্তান কমান্ডের সদস্যরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ধরনের আরো সংবাদ
কেন্দুয়ায় ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বীর মুক্তিযোদ্ধা শহীদ সিএফএন আব্দুল কাদের স্মৃতি সংসদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
লোহাগড়ায় আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী লেঃ কমান্ডার (অবঃ) ইঞ্জিনিয়ার আব্দুল্লাহর মতবিনিময়
পাবনায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইন্সপেক্টরশীপ পাশ করলেন লোহাগড়ার কৃতি সন্তান ডিএমপি মিরপুর মডেল থানায় কর্মরত সাব ইনস্পেকটর মোঃ সোহেল রানা


