রাজশাহী বিভাগীয় চীফ : নাটোরের পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাত থেকে এ পর্যন্ত জেলায় ৭৩ জনকে আটক করেছে। মাদক, অস্ত্রমামলা, ওয়ারেন্টভুক্ত সহ বিভিন্ন অভিযোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, রবিবার রাতে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৭৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যো হলেন, নাটোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবদল নেতা সাজ্জাদ হোসেন সোহাগ(৩৬) ।
রোববার রাতে চৌকিরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সাজ্জাদ হোসেন সোহাগ একই এলাকার মৃত মুজিবুল হকের ছেলে।
নাটোর সদর থানার ওসি সিকদার মো: মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০ টার দিকে সোহাগকে আটক করে পুলিশ। অস্ত্রসহ ৫ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
নাটোরে পুলিশের বিশেষ অভিযানে কমিশনারসহ ৭৩ জন আটক

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।