,


শিরোনাম:
«» ভারতের গণতন্ত্র রক্ষা ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় এক নতুন ভারতের উত্থান!! «» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ।

গাবতলীতে দাদন ব্যবসায়ীর ছুরিকাঘাতে মেধাবী ছাত্র খুন, গ্রেফতার ২

 

রাজশাহী বিভাগীয় চীফ এম এ সৈয়দ তন্ময় : বগুড়া গাবতলীতে দাদন ব্যবসায়ী হাফিজার রহমানের ছুরিকাঘাতে সদ্য এসএসসি পাস করা সোহাগ চন্দ্র সরকার (১৭) নামের এক মেধাবী ছাত্র খুন হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের চককাতুলী পাইকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড়ভাই সুমন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
জানা গেছে, গাবতলী সরকারী কলেজের অফিস সহকারী ও উপজেলার চককাতুলী পাইকারপাড়া গ্রামের শ্রী অমূল্য চন্দ্র সরকারের ছেলে অমৃত চন্দ্র সরকার (২৮) তার জ্যাঠাতো ভাই মিলনের মাধ্যমে বগুড়ার রাজাপুর ইউনিয়নের মেঘাগাছা গ্রামের মোস্তার ছেলে হাফিজার রহমানের কাছ থেকে গত এক মাস আগে ১০হাজার টাকা সুদের উপর ধার নেয়। ধারের এই টাকা নিয়ে গত ১৩ই জুলাইয়ে মিলন ও হাফিজারের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে সুদারু হাফিজার ও তার দলবল সোহাগ চন্দ্র সরকার ও তার বড়ভাই সুমনকে ছুরিকাঘাত করে। আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষনা করে। নিহত সোহাগ বগুড়া টিটিসি স্কুল থেকে এবছর এ প্লাস পেয়ে এসএসসি পাশ করেছে। গতকাল বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হওয়ার কথা ছিল। পুলিশ এ ঘটনায় মেঘাগাছা গ্রামের কিনা মন্ডলের ছেলে আবু তাহের ওরফে চুনা মন্ডল (৩০) ও সুরুত চন্দ্র রায় এর ছেলে সুমির চন্দ্র রায় (২৩)কে গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহত সোহাগের বড়ভাই সুমন চন্দ্র সরকার বাদী হয়ে গতকাল থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫জনকে অজ্ঞাত বলে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে থানার ওসি খায়রুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুদের টাকা নিয়ে এ খুনের ঘটনা ঘটেছে। এদিকে সোহাগ চন্দ্র সরকারকে খুনের প্রতিবাদে শনিবার বগুড়া শহরের সাতমাথায় লাশ নিয়ে বিক্ষোভ মিছিল শেষে ১ঘন্টা মানববন্ধন পালন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ