কেন্দুয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সাংবাদিক আবুল কাশেম আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক।
শুরুতেই স্বাগত বক্তব্য দেন কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লাইমুন হোসেন ভূইয়া।
সাংবাদিক মাঈন উদ্দিন সরকার রয়েলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা ও কেন্দুয়া প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক-নাট্যকার রাখাল বিশ্বাস।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মামুনুর রশিদ মামুন, সাংবাদিক মহিউদ্দিন সরকার ও জিয়াউর রহমান জীবন।