কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে পাগল ঠাকুরের আশ্রমে জন্মাষ্টমী উপলক্ষে ২ দিন ব্যাপী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে পাগল ঠাকুরের আশ্রমে সনাতন ধর্মের পাগল ঠাকুরের ভক্তরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। শত শত ভক্তরা রাতে এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। স্থানীয় সুত্রে জানা যায় প্রতি বছরের ন্যায় এ বছর এই সনাতন ধর্মাবলম্বীরা পাগল ঠাকুরের আশ্রমে ২ দিন ব্যাপী কীর্তন গানের আয়োজন করা হয়।
আশ্রমের সভাপতি সুবোধ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালিদাস বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়া উপজেলার চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, নড়াইল জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বাবু কৃষ্ণপদ ঘোষ, নড়াইল জেলা পরিষদ সদস্য খান শাহীন সাজ্জাদ পলাশ, বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ, বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর হোসেন, সাবেক প্রধান শিক্ষক কালি দাশ বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি বাবু কৃষ্ণপদ ঘোষ ভক্তদের উদ্দেশ্য বলেন, আপনারা সকলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করবেন যেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।
অনুষ্ঠানে আসা ভক্তবৃন্দরা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবু কৃষ্ণপদ ঘোষকে নড়াইল – ১ আসনের এমপি হিসেবে দেখতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ভক্তবৃন্দরা এই দাবি জানান।
এ ধরনের আরো সংবাদ





