,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

আজ অনাড়ম্ভো ভাবে অনুষ্ঠিত হলো সিদ্ধিশ্বরী কালি মন্দিরের দ্বি-বার্ষিক সম্মেলন ।

গৌতম গাঙ্গুলী: আজ অনাড়ম্ভো ভাবে অনুষ্ঠিত হলো সিদ্ধিশ্বরী কালি মন্দিরের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২২ইং । উক্ত সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হলেন “বাবু সুব্রত পাল” (সি আই পি) সাবেক “সাধারন সম্পাদক” সিদ্ধেশ্বরী কালি মন্দির,হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিনিয় ভাইস চেয়ারম্যান ও যুগ্ম-সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী যুবলীগ । তিনি বিগত বছরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে মন্দিরের ব্যপক উন্নয়ন করেন এবং এ বছর প্রথম বারের মত সভাপতি নির্বাচিত হন ও প্রথম বারের মতো সিদ্ধেশ্বরী মন্দিরে মহিলা “সাধারন সম্পাদিকা” নির্বাচিত হয়েছেন প্রনিতা সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আসাদুজ্জামান খান এম পি
মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও উদ্বোধক শ্রী সাধন চন্দ্র মজুমদার এম পি
মাননীয় মন্ত্রী খাদ্য মন্ত্রণালয় ও বিশেষ অতিথি গাজী গোলাম দস্তগীর মাননীয় মন্ত্রী পাট ও বস্ত্র মন্ত্রণালয় ও শ্রী স্বপন ভট্টাচার্য এম পি
মাননীয় প্রতিমন্ত্রী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও শ্রী সুজিত রায় নন্দী ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ও ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশারও স্বপন কুমার সাহা সিনিয়র সাংবাদিক ও জয়ন্ত সেন দীপু,
কাজল দেবনাথ,শ্যামল দত্ত বিশিষ্ট সাংবাদিক ও মনিন্দ্র কুমার নাথ মহানগর পূজা কমিটির সভাপতি ও আরো অনেক নেতৃস্থানীয় নেতৃবৃন্দ।

সিদ্ধেশ্বরী কালী মন্দির বাংলাদেশের ঢাকার ১৪ সিদ্ধেশ্বরী লেনে অবস্থিত একটি হিন্দু মন্দির। সিদ্ধেশ্বরীর মন্দিরটি কখন ও কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। কিন্তু উনিশ শতকের শেষের দিকে ও বিংশ শতকের শুরুর দিকে মন্দিরটি বিখ্যাত হয়। জানা যায় যে “সিদ্ধেশ্বরী” নামকরণ হয়। চাঁদ রায় নামের এক ব্যক্তি মন্দিরটি প্রতিষ্ঠা করেন বলে মনে করা হয় ।গঠনকৌশলের দিক দিয়ে সিদ্ধেশ্বরীর মন্দিরটি অত্যন্ত ঐতিহাসিক। মন্দিরটির কেন্দ্রে মা কালীর মূর্তি রয়েছে এবং সুন্দর স্তম্ভ দ্বারা মন্দিরটি সম্প্রসারণ করা হয়েছে।

সিদ্ধেশ্বরী কালী মন্দির ঢাকার ১৪ সিদ্ধেশ্বরী লেনে অবস্থিত দেবী কালীর একটি জাগ্রত মন্দির। বিক্রমপুরের অধিপতি চাঁদ রায় আনুমানিক ১৫৮০সালে নির্মাণ করেন এ কালী মন্দির৷এক সময় বিশাল পুকুর আর অরণ্যঘেরা এ মন্দিরটি এখন কালের পরিক্রমায় সংকীর্ণায়তন হয়ে গয়েছে ।এ মন্দির থেকেই এলাকাটির নামকরণ হয়েছে ।

১৯২৬সালে সিদ্ধেশ্বরী কালীমন্দিরে এসে ধর্মকর্মে আত্মনিয়োগ করেন আনন্দময়ী মা ।এই মন্দিরেই একদিন দিব্যভাবে মাতোয়ারা হয়ে পড়েন মা আনন্দময়ী এবং সিদ্ধিলাভ করেন তিনি । এই মন্দির থেকেই উপমহাদেশের বরেণ্য ধর্মীয় ব্যক্তিত্ব মা আনন্দময়ীর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। মন্দির প্রাঙ্গণে বহুবর্ষজীবী রক্তচন্দন গাছ রয়েছে। অবৈতনিক গীতা স্কুল পরিচালিত হয় মন্দির প্রাঙ্গণে ।

সিদ্ধেশ্বরী কালীমন্দিরে দুর্গাপূজা, কালীপূজা, বাসন্তীপূজা, সরস্বতীপূজা,গণেশপূজা, লোকনাথ পূজা ও অন্যান্য ধর্মানুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হয়।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ