,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল…

হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল…

স্বদেশ বাংলা ডেস্কঃ

নানান পোস্টে দাবি করা হয়, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলমগির চৌধুরী নাকি বলেছিলেন, ‘বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, তাই এখানে পুলিশ বা সরকারি চাকরিতে মুসলিমরাই অগ্রাধিকার পাবেন।’ তবে বাংলাদেশ সরকার দাবি।

বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে সম্প্রতি।

আওয়ামি লিগও এই নিয়ে সরব হয়েছে। ভারতের সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে। এই আবহে এবার বিবৃতি প্রকাশ করে এই নিয়ে মুখ খুলল বাংলাদেশ সরকারের মুখ্য উপদেষ্টার প্রেস উইং। বলা হল, ধর্মীয় কারণে কোনও ব্যক্তিকে সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে না। দাবি করা হল, সোশ্যাল মিডিয়ায় যে সব পোস্ট ভাইরাল হয়েছে তা ভুয়ো। এদিকে নানান পোস্টে দাবি করা হয়, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলমগির চৌধুরী নাকি বলেছিলেন, ‘বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, তাই এখানে পুলিশ বা সরকারি চাকরিতে মুসলিমরাই অগ্রাধিকার পাবেন।’ তবে বাংলাদেশ সরকার দাবি করল, এই উদ্ধৃতি ভুয়ো।

৪৩তম বিসিএসে চাকরি হয়েও হয়নি ৭১ জন সংখ্যালঘুর। উল্লেখ্য, ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রকের তরফ থেকে গত ১৫ অক্টোবর একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছিল। তবে গত ৩০ ডিসেম্বর সেই গ্যাজেট বাতিল করে নয়া একটি গ্যাজেট প্রকাশ করে সরকার। তাতে দেখা যায়, আগের গ্যাজেটে নাম থাকা ১৬৮ জনের নাম কাটা পড়েছে। নয়া গ্যাজেটে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হল। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারি চাকরিতে যোগ দিতে হবে।

এদিকে ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে’র অভিযোগ, ৩০ ডিসেম্বরের গ্যাজেটে বাদ পড়া ১৬৮ জনের মধ্যে ৭১ জনই সংখ্যালঘু। এই আবহে তাদের বিবৃতিতে বলা হয়েছে, এই গ্যাজেটের মাধ্যমে স্পষ্ট ভাবেই ধর্মীয় বিভেদ প্রতিফলিত হচ্ছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যা কোনও ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এই আবহে সরকারের জনপ্রশাসন মন্ত্রকের কাছে তাদের আবেদন, অবিলম্বে বাংলাদেশ সিভিল সার্ভিস সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার করে নতুন একটি গ্যাজেট প্রকাশ করা হোক এবং তাতে ধর্মীয় সংখ্যালঘু প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হোক।

এদিকে সরকারি কর্ম কমিশনের সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় গ্যাজেটে কেন তাঁদের নাম বাদ পড়ল, তা জানতে জনপ্রশাসন মন্ত্রকে গিয়েছিলেন ১৬৮ জন। এছাড়া এর আগেও গ্যাজে থেকে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে এই ২৬৭ জনই সরকারের কাছে জবাবদিহি চান। তবে তাঁদের অভিযোগ, সরকারের তরফ থেকে কোনও সুস্পষ্ট জবাব দেওয়া হয়নি এই বিষয়ে। জানা গিয়েছে, ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত ২০২২ সালের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। এর প্রায় ১০ মাস পরে অক্টোবরে গ্যাজেট প্রকাশিত হয়েছিল।

তাতে বাদ পড়েছিলেন বিভিন্ন ক্যাডারের সুপারিশ পাওয়া ৯৯ জন। আর অক্টোবরের গ্যাজেট বাতিল করে ডিসেম্বরে আরও এক গ্যাজেট প্রকাশ হয়। তাতে বাদ পড়েন আরও ১৬৮ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েছেন মোট ২৬৭ জন। সাম্প্রতিককালে বিসিএস গ্যাজেট থেকে এত প্রার্থী বাদ পড়েননি। তথ্য বলছে, এর আগে ৪১তম বিসিএসের গ্যাজেট থেকে বাদ পড়েছিলেন ৬৭ জন, ৪০তম বিসিএস থেকে ৩৪ জন, ৩৭তম বিসিএস থেকে ৬১ জন, ৩৮তম থেকে ৭৫ জন এবং ৩৬তম থেকে ৩৮ জন। আর এবার এই সংখ্যা সব মিলিয়ে ২৬৭!

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ