,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হস্ত শিল্প ট্রেনিং গ্রুপে চলছে অন লাইন মেলা।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হস্ত শিল্প ট্রেনিং গ্রুপে চলছে অন লাইন মেলা।

বিশেষ পতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হস্ত শিল্প ট্রেনিং গ্রুপে চলছে অন লাইন মেলা। অন লাইনে কেনাকাটার নতুন মোড় এনেছে ফেসবুকের বিভিন্ন ব্যবসায়ীক গ্রুপ যেখানে ক্রেতা- বিক্রেতারা সহজেই লেনদেন করতে পারেন। হস্ত শিল্প ট্রেনিং গ্রুপের আয়োজনে এ মেলা শুরু হয়েছে ১৫-ই জুন থেকে এবং শেষ হবে আগামী ২৫ শে জুন পর্যন্ত।

মোট ২২ হাজার সদস্য নিয়ে শুরু হওয়া এই অন লাইন মেলায়ে আছে দেশীয় বিভিন্ন ধরনের পণ্য। ফেসবুকে হস্ত শিল্প ট্রেনিং গ্রুপ” নামের গ্রুপটিতে বেশিরভাগ উদ্যোক্তা তাদের হাতের তৈরি বিভিন্ন পণ্য যেমন খুব সহজে প্রদর্শনী করতে পারছে তেমনি ক্রেতাদের ভালো লাগলে বিক্রিও ভালো হচ্ছে ফলে ই-কমার্স দিন দিন সফলতায় পরিপূর্ণ হচ্ছে। গ্রুপটির প্রধান এডমিন অনিক দে জানান, দিন দিন মানুষের অন লাইনের প্রতি আস্থা তৈরি হচ্ছে ফলে ই-কমার্স খুব ভালো যায়গায় অবস্থান করছে।

আমি দীর্ঘদিন ধরে হস্তশিল্পের ট্রেইনার হিসেবে কাজ করেছি,উদ্যোক্তা হতে গেলে প্রথমে ইচ্ছাশক্তি থাকতে হবে তাহলে ফেসবুকের মাধ্যমে সফল হওয়া সম্ভব। আমরা উদ্যোক্তা নানা রকম ট্রেনিং এর আয়োজন করে থাকি যেন তারা দক্ষ হয়ে টিকে থাকতে পারে। অন লাইন কিভাবে সেল করা যায় বা এগুলোর খুটিনাটি বিষয় জানানোর জন্য আমরা প্রায়ই বিভিন্ন ধরনের মেলার আয়োজন করে থাকি। একদিকে যেমন উদ্যোক্তাদের পণ্য বিক্রি হয় অন্যদিকে ক্রেতারাও অর্গানিক পণ্য হাতে পেয়ে খুশি হচ্ছেন। উদ্যোক্তাদের উদ্দেশ্যে অনিক দে জানান, অন লাইন বিজনেস করতে হলে প্রথমে সঠিক গাইড লাইন দরকার,শুরুতে বুঝতে দেরি হলেও লেগে থাকতে হবে সফলতা না আসা অব্দি । হস্ত শিল্প ট্রেনিং গ্রুপে প্রায় ২২ হাজার সদস্য আছে তবে বিশেষ কয়েকজনের উপর দায়িত্ব বন্টন করে দেয়া আছে যাতে গ্রুপের সদস্যদের সমস্যা সমাধানে তাৎক্ষণিক সমাধান করা যায়।

গ্রুপে উপদেষ্টা,কনিকা রাণী সরকার (ভাইস-প্রেসিডেন্ট, ডিভাইন কেয়ার ফাউন্ডেশন) এডমিন অনিক দে,রতন প্রধান,মিতু মনি ও মডারেটর সেলিনা পারভিন,রবিন সরকার,তাসু আহমেদ,সুমা খান,মমতা রানি,জান্নাতুল ফেরদৌস, সাবরিনা তানিয়া উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

 

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ