হস্তশিল্প ট্রেনিং গ্রুপ ৬ জন নতুন মডারেটর যোগদান করেছে তাদের কে হস্ত শিল্প ট্রেনিং গ্রুপ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে এডমিন – অনিক দে রতন প্রধান, মিতু মনি।
বিশেষ প্রতিনিধিঃ
হস্ত শিল্প ট্রেনিং গ্রুপে চলছে অন লাইন মেলা। হস্ত শিল্পকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন করে মডারেটর নিয়োগ কৃতবৃন্দ হলো (১) তনয়া মজুমদার পূজা, (২) রেবেকা সুলতানা (৩) জাকিয়া সুলতানা পিয়া (৪) শান্তা স্যানাল(৫) মোঃ জাকের হোসেন (৬) সেফা।অন লাইনে কেনাকাটার নতুন মোড় এনেছে ফেসবুকের বিভিন্ন ব্যবসায়ীক গ্রুপ যেখানে ক্রেতা- বিক্রেতারা সহজেই লেনদেন করতে পারেন। হস্ত শিল্প ট্রেনিং গ্রুপের আয়োজনে এ মেলা শুরু হয়েছে ১৫-ই জুন থেকে এবং শেষ হবে আগামী ২৫ শে জুন পর্যন্ত।
মোট ২২ হাজার সদস্য নিয়ে শুরু হওয়া এই অন লাইন মেলায়ে আছে দেশীয় বিভিন্ন ধরনের পণ্য। ফেসবুকে হস্ত শিল্প ট্রেনিং গ্রুপ” নামের গ্রুপটিতে বেশিরভাগ উদ্যোক্তা তাদের হাতের তৈরি বিভিন্ন পণ্য যেমন খুব সহজে প্রদর্শনী করতে পারছে তেমনি ক্রেতাদের ভালো লাগলে বিক্রিও ভালো হচ্ছে ফলে ই-কমার্স দিন দিন সফলতায় পরিপূর্ণ হচ্ছে। গ্রুপটির প্রধান এডমিন অনিক দে জানান, দিন দিন মানুষের অন লাইনের প্রতি আস্থা তৈরি হচ্ছে ফলে ই-কমার্স খুব ভালো যায়গায় অবস্থান করছে।