,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

হক ফাউন্ডেশনের উদ্যোগে ‘ দ্যা মালিকা বেগম লিডারশীপ স্কলারশীপ’ প্রদান

মিছবা উল হক চৌধুরী: হক  ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের কানাইঘাট উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ‘দ্যা মালিকা বেগম লিডারশীপ স্কলারশীপ’ প্রদান করা হয়।

১৪ই জুলাই, শুক্রবার সিলেটের একটি অভিজাত হোটেলে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
শাবিপ্রবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানজিনা নিশাতের সঞ্চালনায় এমসি কলেজের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর মাহমুদুল হাসানের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহী আলম।

হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মালিকা বেগমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটিতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান, বিশিষ্ট আইজীবী এডভোকেট ফখরুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার একেএম ফজলুর রহমান, শাবিপ্রবি নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফম জাকারিয়া ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইশরাত ইবনে ইসমাইল, শাবিপ্রবি সহকারী কলেজ পরিদর্শক তাজিম উদ্দিন, সিলেট জেলা বারের আইনজীবী মামুনুর রশিদ, ৫ নং বড় চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামিদুর রহমান।
এসময় বক্তারা শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়া কানাইঘাট উপজেলাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের আশা প্রত্যাশা ব্যক্ত করেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নশীন নাহার মুক্তি।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, কানাইঘাট উপজেলার সার্বিক উন্নয়ন প্রচেষ্ঠা,নারী জাগরণ এবং নারী শিক্ষা অগ্রগতির লক্ষ্যে ২০১৩ সালের ১৭ই জানুয়ারী আমেরিকার আটলান্টায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক চতুলীর কন্য মালিকা বেগম হক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে; এবং তারই ধারাবাহিকতায় প্রায় শতাধিক নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ অ্যা লিডারশীপ এক্সপেরিয়েন্স ইউ হ্যাড ইন এনি এরিয়া অফ ইউর লাইফ’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় উত্তীর্ণ তের জন শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানটিতে নগদ অর্থ, ক্রেস্ট, সার্টিফিকেট এবং সৃজনশীল বই উপহার দেওয়া হয়।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ