সুখ তুমি তপ্ত দুপুরে পীচ ঢালা রাজপথের মরিচীকা,
চৈত্রের দুপুরে তৃষ্ণার্ত চাতকের আর্তনাদ আর অপেক্ষা।
সুখ তুমি সূর্যালোকে নিজের ছায়া,
ঐ দূরে মাটি ছুয়া আকাশের পিছু ছুটে যাওয়া।
সুখ তুমি বৃষ্টির জলে সাগর ভরার প্রতিযোগিতা,
তপ্ত মরুর বুকে একফোঁটা জলের স্থিরতা।
সুখ তুমি ঝড়ো সন্ধ্যার অন্ধকারে বক পাখির উড়ে যাওয়া,
অভিভাবকের চোখ ফাঁকি দিয়ে প্রিয়ার হাত ধরে সময়ের পিছু ছুটে যাওয়া।
সুখ তুমি শুধু স্মৃতি, স্বপ্ন আর কল্পনা,
পেয়েও অধরা, তুৃমি শুধু আল্পনা।
সুখ-জাকির হোসেন শেখ

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।