রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার সাঁথিয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত ওয়াদুদ মোল্লা নামে এক প্রভাষকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১৪ জুলাই) রাত ১০ টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার সৎভাই আবুল কালাম আজাদকে আটক করেছে পুলিশ।
নিহত ওয়াদুদ উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পীরাহাটি গ্রামের মোকছেদ মোল্লার ছেলে ও ডেমরা শামসুর রহমান মডেল কলেজের প্রভাষক।
জানা যায়, গত ৫ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎভাই আবুল কালামের সঙ্গে ওয়াদুদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ৫ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে প্রভাষক ওয়াদুদ চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা যান। এঘটনায় থানায় মামলার হয়েছে। পুলিশ নিহত ওয়াদুদের সৎভাই আবুল কালাম আজাদকে শুক্রবার রাতে ফরিদপুর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে।
সাঁথিয়া থানার এসআই এনামুল হক জানান, এ ঘটনায় সৎভাই আবুল কালাম আজাদকে আটক করা হয়েছে।
সাঁথিয়ায় সংঘর্ষে আহত প্রভাষকের মৃত্যু, সৎভাই আটক

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।