অভি পাল,মহানগর প্রতিনিধি,চট্টগ্রাম
বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আরিফুল আলম আলভী নেতৃত্বে, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন।
এ সময় সম্মানিত প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-১১ আসনের মাননীয় এমপি জনাব এম.এ লতিফ এবং বিশেষ অতিথি হিসেবে সরকারি কমার্স কলেজ অধ্যক্ষ জনাব সুসেন কুমার বড়ুয়া ও সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ এর সাবেক সভাপতি লুৎফুল এহছান শাহ এর উপস্থিতিতে কেক কেটে আনন্দ উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, সংগ্রাম ও ঐতিহ্যময় দীর্ঘযাত্রার প্রতি শুভ কামনা জ্ঞাপন করা হয়।
এছাড়াও উপস্থিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন নয়ন শিক্ষা, শান্তি ও প্রগতির ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পরবর্তীতে ক্যাম্পাস প্রাঙ্গন থেকে জাতীয় ও দলীয় পতাকা, রং-বে-রঙের ফেস্টুন, আতশবাজি ও ঢাক-ঢোলের সমারোহে সজ্জিত বর্ণাঢ্য আনন্দ র্যালী আগ্রাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম, শাহেদ আলমগীর জোসি, নাহিদ পাটোয়ারী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলো, বিল্টু সেন, নওশাদ বিন ইব্রাহীম; সাংগঠনিক সম্পাদক শোয়েব হাসান শুভ আরিফুর রহমান, মিরাদুল আলম ,প্রচার সম্পাদক ওসমান গনি ,দপ্তর সম্পাদক আইনুল ইসলাম সোহাগ ,গ্রহন্থনা ও প্রকাশনা সম্পাদক সকত চৌধুরী,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রিঙ্কু চার্লস ফিনি, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল সায়েম, গন যোগাযোগ ও উন্নয়ন সম্পাদক আসিফ মাহামুদ,মানব ,মানব সম্পাদ উন্নয়ন সম্পাদক মাহমাদুল ইসলাম সাব্বির, আপ্যায়ন সম্পাদক আবু বক্কর নয়ন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক শিহাব বিন করিম ,সহ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,সাইফুল ইসলাম,আবিদ ভূইয়া,রাকিবুল হাসান, রাজ কুমার দে,সদস্য নাজমুল আলম আমিক,ফাহিম আসহাব,আল মাহাতাব সানভী,ওমর ফাবুক এবং অভি মিত্র প্রমুখ।