সবারই সুযোগ রয়েছে’ একাদশে তামিম কে রাখা নিয়ে – শান্ত
স্বদেশ বাংলা ডেস্কঃ
সিলেটে টি-টোয়েন্টি শেষে কাল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে শেষ ম্যাচ হেরে সংক্ষিপ্ত সংস্করণে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হয় টাইগারদের। তবে, ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে স্বাগতিকরা।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছেন তরুণ ওপেনার তানজিদ তামিম। বিপিএলের দশম আসরে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জুভর তামিমকে একাদশে দেখা যাবে কিনা সেই প্রশ্নের উত্তর দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিম ইস্যুতে শান্ত বলেন, ‘সবারই সুযোগ রয়েছে। যে ১৫ জন দলে আছে সবারই সুযোগ রয়েছে আগামী কালকের ম্যাচ খেলার। আমরা কালকে হয়তো সিদ্ধান্ত নিবো কোন ১১ জন দলের জন্য ভালো হবে। রিয়াদ ভাই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। শেষ সিরিজটা ইনজুরির কারণে খেলতে পারেননি। এটা আমাদের জন্য ভালো দিক। কালকে সেরা ১১ জনই খেলবে।’ সদ্য শেষ হওয়া বিপিএলে খুলনা টাইগ বিপক্ষে ঝোড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শতক হাঁকান তামিম। এছাড়া দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭০ এবং তামিম।
এছাড়া দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭০ এবং ৪৯, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিফটির দেখা পান এই প্রতিভাবান ব্যাটার। ওয়ানডে ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তামিম। ১৪ ম্যাচে ১৩ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১৭৯ রান। বিপিএলে তামিমকে যে ছন্দে দেখা গিয়েছে সেটি যদি আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে পারেন তাহলে তা দেশের ক্রিকেটের জন্য হবে মঙ্গলজনক।