,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

সংসদে সংরক্ষিত মহিলা আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

সংসদে সংরক্ষিত মহিলা আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যাঁরা

নিজস্ব প্রতিনিধিঃ

দেড় হাজারের বেশি মনোনয়নপত্রের মধ্যে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে ৪৮ জনের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ বুধবার সন্ধ্যায় গণভবন থেকে এ নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তাঁর সঙ্গে কেন্দ্রীয় নেতারা উপস্থি ও ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১ হাজার ৫৫৩ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংরক্ষিত আসনের জন্য ৪৮টি বেছে নিতে হয়েছে। সভাপতি শেখ হাসিনার অনুমতিতে সর্বসম্মতিক্রমে ৪৮টি আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচন করা হয়েছে।

যাঁরা মনোনয়ন পেলেন

রেজিয়া ইসলাম (পঞ্চগড়); দ্রৌপদী দেবী আগরওয়াল (ঠাকুরগাঁও); আশিকা সুলতানা (নীলফামারী); রোকেয়া সুলতানা (জয়পুরহাট); কোহেলী কুদ্দুস মুক্তি (নাটোর); জারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ); রুনু রেজা (খুলনা); ফরিদা আক্তার বানু (বাগেরহাট); ফারজানা সুমি (বরগুনা); খালেদা বাহার বিউটি (ভোলা); নাজনীন নাহার রশীদ (পটুয়াখালী); ফরিদা ইয়াসমিন (নরসিংদী); উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ); নাদিয়া বিনতে আমির (নেত্রকোনা); মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট); পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ); আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আরমা দত্ত (কুমিল্লা); লায়লা পারভীন (সাতক্ষীরা); মন্নুজান সুফিয়ান (খুলনা); বেদৌরা আহমেদ সালাম (গোপালগঞ্জ); শবনম জাহান (ঢাকা); পারুল আক্তার (ঢাকা); সাবেরা বেগম (ঢাকা); শাম্মী আহমেদ (বরিশাল); নাহিদ ইজহার খান (ঢাকা); ঝর্ণা আহসান (ফরিদপুর); ফজিলাতুন নেছা (মুন্সিগঞ্জ); সাহেদা তারেক দীপ্তি (ঢাকা); অনিমা মুক্তি গোমেজ (ঢাকা); শেখ আনার কলি পুতুল (ঢাকা); মাসুদা সিদ্দিক রোজি (নরসিংদী); তারানা হালিম (টাঙ্গাইল); শামসুন নাহার (টাঙ্গাইল); মেহের আফরোজ চুমকি (গাজীপুর); অপরাজিতা হক (টাঙ্গাইল); হাছিনা বারী চৌধুরী (ঢাকা); নাজমা আক্তা (গোপালগঞ্জ); রুমা চক্রবর্তী (সিলেট); ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর); আশ্রাফুন নেছা (লক্ষ্মীপুর); কানন আরা বেগম (নোয়াখালী); শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম) (নোয়াখালী); শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম); ফরিদা খানম (নোয়াখালী); দিলোয়ারা ইউসুফ (চট্টগ্রাম); ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম); ডরথি তঞ্চঙ্গ্যা (রাঙামাটি); সানজিদা খানম (ঢাকা); নাছিমা জামান ববি (রংপুর) এবং কাকন আরা বেগম (গণতন্ত্রী পার্টি)। কাকন আরা বেগমকে স্বতন্ত্র (১৪ দলীয়) জোটের শরিকদের থেকে বিবেচনা করা হয়েছে। কাকন আরা বেগম গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য বলে স্বদেশ বাংলা পত্রিকাকে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসে কাকন আরা বেগমের বাবা আবদুল হাদী  ব্রিটিশ বিরোধী আন্দলনের নেতা এবং বীর মুক্তিযোদ্ধা তাঁর বাড়ি নোয়াখালী।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ