নিজস্ব প্রতিনিধি
আজ ২৪ শে ডিসেম্বর রোজ শুক্রবার ,জাতীয় প্রেস ক্লাব ,ঢাকা‘র মাওলানা মোহাম্মাদ আকরারাম খাঁ হলে প্রথম পর্বে (অপরাহ্ন) “চতুর্থ জতিীয় কাউন্সিল ২০২১ইং সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ এর বিভিন্ন জেলা/উপজেলা/আঞ্চলিক কমিটি পতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন এবং তিাদের স্ব স্ব সাংগঠনিক রিপোর্র্ট পেশ করেন । সমাবেশে অবিলম্বে বাংলাদেশে সংখালঘু সুরক্ষা কমিশন গঠন ও দেশের সকল আদিবাসী ও নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠীর সুরক্ষার জন্য প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেম সরকারের প্রতি জোরালো অহ্বান জানানো হয় । উক্ত সংখ্যালঘু প্রতিনিধি সম্মেলনের আহ্বায়ক ইন্জিঃ মানস কান্তি মিত্র ও “সদস্য সচিব ”এ্যাডভোকেট উৎপল বিশ্বাস ।