রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার ঈশ্বরদী উপজেলার মূলাডুলি ইউনিয়নের দুবলাচরা গ্রাম থেকে দুটি বড়সহ দুই শতাধিক জীবিত গোখরা সাপ উদ্ধার হরা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে ওই গ্রামের আমান মিয়ার বাড়ির শোয়ার ঘরের একটি গর্ত থেকে সাপগুলো বের করা হয়।
এসব সাপ দেখতে গ্রামের বহু মানুষ ওই বাড়িতে ভিড় জমান। পরে স্থানীয় সাপুড়েকে ডেকে এনে সাপগুলো জীবিত উদ্ধার করা হয়।
স্থানীয় সাপুড়ে সানোয়ার হোসেন জানান, বড় সাপ হলে যারা সাপ খেলা দেখায় তারা কিনে নেয়। তবে ছোটগুলো কোনো কাজে লাগে না। এগুলো আমরা মেরে পুঁতে ফেলি।
ওই এলাকার কৃষক মুরাদ মালিথা জানান, একটি বসতবাড়িতে এভাবে প্রচুর সাপ উদ্ধার হওয়ায় মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। অনেকে বাড়িতে থাকতেও এখন ভয় পাচ্ছে।
এদিকে এই অঞ্চলে বন্যা না হলেও বৃষ্টিতে ডোবা-নালা ভরে যাওয়ায় সাপের আনাগোনা বেড়েছে বলে ধারণা গ্রামের প্রবীণদের।
মূলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা জানান, সাপের ভীতি দূর করতে সরকারিভাবে কার্বলিক অ্যাসিড সরবরাহ করতে পারলে ভালো হত।
সম্প্রতি রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ গোখরা সাপ ধরা পড়েছে। সাপগুলো ধরার পর পিটিয়ে মেরে ফেলছেন স্থানীয়রা।
শোয়ার ঘরে ২ শতাধিক গোখরা সাপ!

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।