,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

শৈশবের ক্লাবের বিপক্ষে জেতা হলো না মেসির

শৈশবের ক্লাবের বিপক্ষে জেতা হলো না মেসির 

স্বদেশ বাংলা ডেস্কঃ

নিওয়েলস ওল্ড বয়েজের সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক ছোটবেলা থেকেই। এখান থেকেই যে মেসির পথচলা শুরু। এরপর আর্জেন্টাইন কিংবদন্তি ক্লাব ক্যারিয়ার ও আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন একের পর এক শিরোপা। শৈশবের সেই নিওয়েলজ ওল্ড বয়েজে বিপক্ষে আজ মেসি খেলেন ইন্টার মায়ামির হয়ে। তবে ইন্টার মায়ামি, নিওয়েলস ওল্ড বয়েজ কেউই পারেনি জিততে।

ডিআরভি পিংক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও নিওয়েলস ওল্ড বয়েজ। গত কয়েক ম্যাচে মেসিকে মূল একাদশে দেখতে না পাওয়া মেসি আজ মায়ামির মূল একাদশের হয়েই খেলেছেন। মেসির সঙ্গে মূল একাদশে খেলেন তাঁর দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজ। এই ম্যাচে বল দখলের লড়াইয়ে কিঞ্চিৎ এগিয়ে ছিল মায়ামি। ৫৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি করে ৩ শট। অন্যদিকে নিওয়েলস ওল্ড বয়েজ বল দখলে রেখেছিল ৪২ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট ৬ টি। ইন্টার মায়ামি-নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের ম্যাচ ড্র হয় ১-১ গোলে।

ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মায়ামির। ৩ মিনিটে মায়ামির ডিফেন্ডার টমাস আভিলেস কর্নার থেকে এক ক্রস করেন। সেই ক্রস রিসিভ করে হেডে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি দলটির আরেক ডিফেন্ডার নিকোলাস ফ্রেইরি।

 

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ