শনিবার ঢাকার ৭ প্রবেশমুখে শান্তি সমাবেশ করবে যুবলীগ।
বিশেষ প্রতিনিধিঃ
বিএনপি শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগও পাল্টা শান্তি সমাবেশ করার কর্মসূচি দিয়েছে। শনিবার (২৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা মহানগরের সাতটি প্রবেশপথে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি। শুক্রবার (২৮ জুলাই) রাতে যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়েছে, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, গুম, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে যুবলীগ এই শান্তি সমাবেশ করবে। সমাবেশের স্থানগুলো হলো টঙ্গি ব্রীজে গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর যুবলীগ, আমিনবাজারে ধামরাই, সাভার ও আশুলিয়া উপজেলা যুবলীগ,বাবুবাজারে দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলা যুবলীগ সাইনবোর্ডে নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ,কাঁচপুর ব্রিজে রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলা যুবলীগ শনিরআখড়া ও ধোলাইরপাড়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আব্দুল্লাহপুর ও গাবতলীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগ।