লোহাগড়ার কাশিপুরের কৃতিসন্তান এস এম আশাব বিন আমান ওয়াসি ব্যারিস্টার পাশ করলেন।
কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ার কৃতিসন্তান এস এম আশাব বিন আমান ওয়াসি যুক্তরাজ্যের লিঙ্কনস ইন এর ব্যারিস্টার উপাধি অর্জন করেছেন। ব্যারিস্টার আশাব বিন আমান (অবঃ) মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান ও শ্যামলী আমান দম্পতির একমাত্র পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার আশাব বিন আমান ২০২০ সালে ব্রিস্টল ল স্কুল অ্যাট দা ইউনিভারসিটি অফ দা ওয়েস্ট অফ ইংল্যান্ড থেকে তাঁর এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। তারপরে ২০২২ সালে যুক্তরাজ্যের বিখ্যাত সিটি, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বার এট ল ডিগ্রি সম্পন্ন করেন। ব্যারিস্টার আশাব যুক্তরাজ্যের এবং বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য ল চেম্বারে কাজ করেছেন এবং প্রতিষ্ঠিত কর্পোরেট লয়ার হওয়ার লক্ষ্য ধারণ করেন।