লোহাগড়ায় হাটের ইজারার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তিনজনকে বেধড়ক মারপিট।
কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার কালীগঞ্জ হাট-বাজারের ইজারার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তিনজনকে বেধড়ক মারপিট করা হয়েছে। আহতদেরকে নড়াইল সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কালীগঞ্জ হাট-বাজারের ইজারাদার আইয়ুব হোসেন উজ্জলের কাছে একই ইউনিয়নের ডহরপাড়ার তরিকুল ও শিপন ইজারা বাবদ টাকা পেতো। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫মে) বেলা ১১টার দিকে কালীগঞ্জ বাজারের পেঁয়াজ হাটে একে অপরের ওপর চড়াও হয়।
এ সময় আইয়ুব হোসেন উজ্জ্বল সমর্থিত আকবর শেখ (৬৩), নিলু মিয়াকে (৩৮) এবং তরিকুল-শিপন সমর্থিত সুমনকে (৩২) লাঠিসোঠা দিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে।
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাটের টোলকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।