জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকালে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শ. ম. অহিদুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুন্সি আলাউদ্দিন, সাধারন সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মশিয়ূর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করীম মুন, আওয়ামীলীগ নেতা ও দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বোরহান উদ্দীন, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম এম রাসেদ হাসান, নড়াইল জেলা যুবলীগের সদস্য শেখ সদর উদ্দিন শামিম, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল শেখ, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী আজম, দিঘলিয়া আওয়ামীলীগের সদস্য সরদার আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন মশিয়ার রহমান, দিঘলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোল্লা খালিদ হাসান, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম, লোহাগড়া উপজেলা মৎস্য লীগের সভাপতি শ্রীকান্ত বিশ্বাস, দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সুজন, যুবলীগ নেতা সজল, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব মুসল্লী, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ প্রমুখ। পরে দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
এ ধরনের আরো সংবাদ





