লিটন-লিটন ‘ডাক’ পাড়ি
স্বদেশ বাংলা ডেস্কঃ
খোকন খোকন ডাক পাড়ি-এই ছড়াটাকে ‘লিটন-লিটন ডাক পাড়ি’ বললেও হয়তো ভুল বলা হবে না। ব্যাটিংয়ে নামলে যে লিটন দাস একটু বেশিই নার্ভাস থাকেন। রানের খাতা খোলার আগেই আউট হচ্ছেন বারবার।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম-ভেন্যু বদলানোর সঙ্গে বদলে যাচ্ছে সংস্করণও। তবু শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে ছন্দহীনতার বৃত্ত থেকে যেন বেরিয়েই আসতে পারছেন না লিটন। ওয়ানডে সিরিজের দুই ম্যাচের দৃশ্যপট যে অনেকটা একই। দুই ম্যাচেই লিটন রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন। ইনিংসের প্রথম ওভারেই দুই বার তাঁকে (লিটন) আউট করেছেন লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা। পার্থক্য শুধু আউটের ধরনে। প্রথম ম্যাচে আউট হয়েছেন বোল্ড। এরপর আজ দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ আস হয়েছেন। ইনিংসের তৃতীয় বলে মাদুশঙ্কারে আলতো করে ফ্লিক করেন লিটন। ডিপ স্কয়ার লেগে শুধুই ক্যাচিং অনুশীলনের মতো বল তালুবন্দী করেছেন দুনিথ ভেল্লালাগে।
লিটনের ডাক মারার দিন টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। স্বাগতিকেরা যে খুব স্বস্তিতে ব্যাটিং করতে পারছে, তা নয়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ কয়েকবার আউট হতে হতেও বেঁচে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান। শান্ত ২৫ রানে ব্যাটিং করছেন। ৩ রানে ব্যাটিং করছেন সৌম্য সরকার। তিন টি-টোয়েন্টি ও দুই ওয়ানডে-লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই শূন্য রানে আউট হয়েছেন লিটন। তিন সংস্করণ মিলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এ ব্যাটার এখন পর্যন্ত ডাক মেরেছেন ২০ টি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ৩৬ ডাক মেরে শীর্ষে তামিম ইকবাল।