রাজশাহী বিভাগীয় চীফ : প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে রাজশাহী জেলা আওয়ামী লীগের আধুনিক নিজস্ব কার্যালয় ভবন। ১০ কাঠা জমির উপর ছয় তলার এই ভবন নির্মাণের জন্য ইতোমধ্যেই নকশা তৈরী করা হয়েছে। জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির আগামী সভায় নির্মাণ কাজ উদ্বোধনের দিন নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জেলার সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ।
তিনি জানান, নিজ তলায় গাড়ির গ্যারেজসহ অভ্যার্থনা রুম থাকবে। দ্বিতীয় ও তৃতীয় তলায় জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনগুলোর অফিস থাকবে। আর চতুর্থ ও পঞ্চম তলা মিলে হলে হল রুম। আসবাপপত্রসহ এই ভবন নির্মাণ করতে প্রায় ১৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভবনটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ।
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় নির্মাণের জন্য রাজশাহী নগরের বাইপাস এলাকায় কোটি টাকা মূল্যের ১০ কাঠা জমি দান করেন।
এটি হবে রাজশাহীতে আওয়ামী লীগের তৃতীয় নিজস্ব কার্যালয়। রাজশাহীতে দলের প্রথম নিজস্ব কার্যালয় নির্মাণ করে মহানগর আওয়ামী লীগ। এর পর বাগমারায় সংসদ এনামুল হক ব্যক্তিগত উদ্যোগে নির্মাণ করা হয় উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় ও বঙ্গবন্ধু কমপ্লেক্স।
রাজশাহীতে ১৩ কোটি টাকা ব্যয়ে আ’লীগের নিজস্ব ভবন

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।