নিজস্ব সংবাদদাতাঃ নেত্রকোণা জেলা পনিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা প্রশান্ত কুমার রায় বলেছেন যে কোন সংগঠনের ভাল মন্দ নির্ভর করে সেসব সংগঠনের নেতাকর্মীদের ভাল কর্মের উপর । তিনি বলেন পেশাজীবি সংগঠন গুলোর মধ্যে প্রেসক্লাব একটি অন্যতম পেশাজীবি সামাজিক সংগঠন এ সংগঠনের নেতৃত্ব পেশাজীবিদের হাত থাকলেই ভাল। প্রেসক্লাব সাংবাদিক আশ্রয়স্থল এখানে সুষ্ঠ সাংবাদিকতার সৃষ্টি করে সাংবাদিকদের স্বাধীন ভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করবেন এটাই কাম্য।এর বিপরীত হলে বিষয়টি খুবই দুঃখের। তিনি বলেন সাংবাদিকগন মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও জাতীর কল্যাণে ভাল ভাল সংবাদ পরিবেশন করবেন এটাই আশা করি। তিনি সাংবাদিক সমাজের সকল ভেদাবেদ দুর করে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন। সোমবার বেলা ২টা জেলা পরিষদ চেয়ারম্যানের নিজ বাসভবনে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সংগে এক সৌজন্য সাক্ষাত কালে তিনি এসময় কথা বলেন। তিনি উপজেলা প্রেসক্লাব সদস্যদের শুভেচ্ছা জানান। এসময় সংগঠনের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার সহ অন্যান্য কর্মকর্তা ও উপস্থিত ছিলেন।