মন্ত্রী না হয়েও মন্ত্রিপাড়ার বাংলোয় গোলাপ, বরাদ্দ বাতিল করল গণপূর্ত
স্বদেশ বাংলা ডেস্কঃ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে মন্ত্রিপাড়ায় একটি বাংলো বরাদ্দ পেয়েছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া (গোলাপ)। তবে ২০১৮ সালের পর থেকে সেই পদে না থাকলেও বাংলোটি তিনি ছাড়েননি। অবশেষে সেই বরাদ্দ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সংস্থা সরকারি আবাসন পরিদপ্তর।
সরকারি আবাসন পরিদপ্তর গত ১৫ ফেব্রুয়ারি বাংলোটির বরাদ্দ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। বাংলোটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের দিনই আবদুস সোবহানকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পরদিন ১৬ ফেব্রুয়ারি বাংলোটি থেকে নিজের মালামাল ও আসবাব সরিয়ে নেওয়া শুরু করেন আবদুস সোবহান। মন্ত্রী না হয়েও মন্ত্রিপাড়ার বাংলোয় আব্দুস সোবহান গোলাপের বসবাস করা নিয়ে গত ১ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই বিষয়টি নতুন গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নজরে আসে। তিনি গণমাধ্যমকে বলেন, তাঁর দ্বারা নিয়মের বাইরে কোনো কাজ হবে না।
রাজধানীর মিন্টো রোড মন্ত্রিপাড়া বলে পরিচিত। সেখানকার দুইতলা বাংলোগুলোয় মন্ত্রীরা বসবাস করেন। সেখানকার ৪২ নম্বর বাংলোয় থাকছিলেন আবদুস সোবহান গোলাপ। সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে বরাদ্দ পাওয়ার পর বাংলোটিতে তিনি উঠেছিলেন ২০১৬ সালে। ২০১৮ সালের পর থেকে তিনি আর বিশেষ সহকারী নেই। কিন্তু এরপরও তিনি বাংলোটি ছাড়েননি।