,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

ব্যাচেলর ছেলে মেয়েদের বাসা ভাড়া দিতে হবে ৭দফা দাবী।

গতকাল বাংলাদশে ভাড়াটিয়া ঐক্য জোট সংগঠন ভাড়াটিয়াদের ৭ দফা অধকিার বাস্তবায়নরে লক্ষে ঢাকা জাতীয় প্রেসক্লাব এর সামনে বিশাল এক জনসভা ও মানববন্ধন করনে ভাড়াটয়িা ঐক্য জোট এর নেতাকর্মীরা এসময় উপস্থতি ছিলেন ভাড়াটয়িা ঐক্য জোট এর আহবায়ক বীর মুক্তযিোদ্ধ ওয়াসউদ্দনি নুরানি সদস্য সচিব নূরুল ইসলাম নাহদি যুগ্ম আহবায়ক এম এ কাদরে যুগ্ম আহবায়ক শওকত হোসনে খোকন, মাওলানা আঃ কুদ্দুস, ইসমাইল হোসনে, শাহনি,পারুল ভান্ডারী সিকদার সদস্য আলী হাসান মুজাহদি, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, সোহেল মিয়া ও সদস্য রাজন।

ভাড়াটিয়াদের নেয্য অধিকার বাস্তবায়নের লক্ষে ৭ দফা দাবি সমূহঃ
১/ ভাড়াটিয়ার আথিক পরিস্থিতি খারাপ হলে বিশেষ বিবেচনা করতে হবে এবং ভাড়াটিয়াদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে ও ব্যাচেলার ছেলে মেয়েদের বাসা ভাড়া দিতে হবে।
২/ ভাড়াটিয়াদের কাছে অগ্রিম বাবদ ১ মাসের বেশি ভাড়ার টাকা নিয়া যাবে না এবং বাসা ভাড়ার টাকা গ্রহন করার সময় ভাড়াটিয়াদেরকে পাকা রশিদ দিতে হবে।
৩/ প্রতি বছর সরকারি ঘোষণা ছাড়া লাগামহীন ভাড়া বৃদ্ধি করা যাবে না এবং সিটিকর্পোরেশন ও হাইকোর্ট ঘোষিত প্রতি স্কয়ার ফিট হিসেবে যে ভাড়া নির্ধারন করাহয়েছে সেই অনুপাতে বাড়ির মালিকের ভাড়া গ্রহন করতে হবে।
৪/ বিদ্যুৎ গ্যাস পানি ইত্যাদি বিল পূবের ন্যায়ে বাড়ির মালিকে বহন করতে হবে এবং বাসা ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়া ও বাড়ির মালিক চুক্তিনামা করতে হবে।
৫/ ভোক্তা অধিকার ম্যাজিষ্টেট দ্বারা ভাড়াকৃত পতিষ্ঠানে বিদ্যুৎ গ্যাস,পানি, টয়লেটে রুমের পরিবেশ, বাসার সিড়ি বাড়ির সিকিউরিটি গার্ড সহ সমস্ত কিছু মানসম্মত আছে কিনা তদন্ত করে আইগন ব্যাবস্হা নিতে হবে এবং ভাড়াটিয়াদের সকল প্রকার সুযোগ সুবিধা সু-নিশ্চিৎ করতে হবে।
৬/ আত্মীয় স্বজন বেড়াতে আসলে ফ্লাটের দরজা নক করে মেহমান ও ভাড়াটিয়ার সাথে দূরব্যাবহার বন্ধ করতে হবে এবং বিভিন্ন অযুহাত দেখিয়ে ভাড়াটিয়াদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্চ নেয়া বন্ধ করতে হবে।
৭/ হঠাৎ করে বিনা নোটিশে ভাড়াটিয়াদের বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদ করতে হলে ৩ মাস পূর্বে লিখিত নোটিশ দিয়ে ভাড়াটিয়াকে অবগত করতে হবে।
Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ