,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

বোনকে পাশে নিয়ে বরিশালে জনসভামঞ্চে শেখ হাসিনা

বোনকে পাশে নিয়ে বরিশালে জনসভামঞ্চে শেখ হাসিনা

স্বদেশ বাংলা ডেস্কঃ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে বরিশাল পৌঁছেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সার্কিট হাউসে অল্প সময় বিশ্রামের পর বেলা তিনটার দিকে জনসভার মঞ্চে পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

জনসভামঞ্চে উঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত তুলে তাদের অভিবাদনের জবাব দেন। এরপর, হাতে নৌকার পতাকা নাড়িয়ে মঞ্চের এক পাশ থেকে হেঁটে আরেক পাশে যান। জনসভায় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও উপস্থিত হন।

এ ছাড়া, বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত জনসভায় আজ শুক্রবার দুপুর ১টার দিকে জনসভায় বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ফোরকানের বক্তব্যের মাধ্যমে জনসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। এ ছাড়া জনসভামঞ্চে উপস্থিত আছেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুল হাফিজ মল্লিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুবত দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, জাতীয় পার্টির (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, বরিশালের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, শাজাহান ওমর বীরউত্তম, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বরিশাল মহনগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ। এদিকে, শেখ হাসিনার জনসভায় যোগ দিতে আসা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকে ভরে গেছে লাল সবুজের পতাকায় ভরে  জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যান। এরই মধ্যে বঙ্গবন্ধু উদ্যানের অর্ধেকেরও বেশি ভরে গেছে নেতা- কর্মীদের উপস্থিতিতে।

জনসভায় বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়ন থেকে আশা ফয়জুল হক জানান, শেখ হাসিনার নির্বাচনী বক্তব্য শুনতে এসেছেন তিনি। নাসিম হোসেন নামে কাশিপুরের যুবলীগ নেতা বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে প্রধানমন্ত্রী বার্তা নিয়ে এসেছেন। বরিশালের উন্নয়নে প্রধানমন্ত্রী আরও কিছু সুসংবাদ শোনাবেন বলে আশা রাখি।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মতে, শেখ হাসিনার এই সফরে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। এদিকে শেখ হাসিনার এই জনসভায় ভোলার গরম বরিশালে সরবরাহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মতে, শেখ হাসিনার এই সফরে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। এদিকে শেখ হাসিনার এই জনসভায় ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, শিল্পনগরী গড়াসহ ছয়-সাতটি দাবি তুলতে পারেন দলটির শীর্ষ নেতারা। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গঠিত কমিটির সদস্য বলরাম পোদ্দার। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ বরিশালে গিয়েছিলেন শেখ হাসিনা। ওই দিন তিনি বরিশাল ও পটুয়াখালী জেলার সীমা বরাবর পায়রা নদীর লেবুখালী পয়েন্টে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট উদ্বোধন করেন। পরে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তৃতা দেন।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ