,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠন ” রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার।

বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠন ” রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার

নিজস্ব প্রতিনিধিঃ বিসিএস (ট্যাক্সেশন) এসোসিয়েশনের অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠন রেটোয়া) এর উদ্যোগে আজ ১৭ই জুন ২০২৩ তারিখে জাতীয় প্রেস ক্লাবে “বাজেট ২০২৩-২৪ ও অর্থ বিল ২০২৩” এর উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় রাজ্য বোর্ডের সাবেক সদস্য ও সংগঠনের সভাপতি জনাব অসীম কুমার রায়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য জনাব আমিনুর রহমান।

আলোচক হিসেবে অংশগ্রাহণ করেন সাবেক সচিব ও সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর সাবেক চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, সাবেক কর কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবীর ভূঁইয়া, আই সি এ বি এর প্রাক্তন সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির এফসিএ এবং বিশিষ্ট অর্থনীতি বিশ্লেষক ও পি ডব্লিউ সি বাংলাদেশ এর প্রধান নির্বাহী জনাব মামুন রশীদ। সাবেক কর কমিশনার জনাব কাজী ইমদাদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানের মুক্ত আলোচনা অংশটি সঞ্চালনা করেন সাবেক অতিরিক্ত সচিব ও সংগঠনের মহাসচিব জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন।

অর্থ বিলে আয়কর খাতে আনীত বিভিন্ন পরিবর্তন বিস্তারিত ভাবে মূল প্রবন্ধে উপস্থাপন করা হয়। প্রস্তাবিত আইনে করমুক্ত আয়ের সীমা ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা থেকে ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বাড়ানোকে ইতিবাচক ও কাঙ্খিত বলে মত প্রকাশ করা হয়। তবে সম্পন জনিত সারচার্জ আরোপের সীমা ৩ কোটি টাকা থেকে ৪ কোটি টাকায় বৃদ্ধির প্রয়োজন ছিল না বলেও মত প্রকাশ করা হয়। করযোগ্য আর না থাকা সত্ত্বেও নতুনভাবে আরোপিত ২,০০০/- টাকা আয়কর প্রদানের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং এতে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হয়।

নতুন প্রণীত আয়কর রিটার্ন প্রস্তুতকারী ডিম এর বিভিন্ন প্রায়োগিক সমস্যা ও তুলে ধরা হয়। মূল উপস্থাপনায় বাংলাদেশের সার্বিক বিদ্যমান পরিস্থিতিতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জিং হবে বলেও মত প্রকাশ করা হয়।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ