বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর সম্পদ বেড়েছে
স্বদেশ বাংলা ডেস্কঃ
সংসদ সদস্য থেকে প্রতিমন্ত্রী হয়ে পাঁচ বছরে বার্ষিক আয় কমেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর। তবে সম্পত্তি বেড়েছে তাঁর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া এই প্রার্থীর জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। হলফনামার তথ্যানুসারে, বর্তমানে মাহবুব আলীর বার্ষিক আয় ৩৬ লাখ টাকার বেশি। ২০১৮ সালে বার্ষিক আয় ছিল ৫৬ লাখ টাকার বেশি। তবে এই সময়ের ব্যবধানে ২ কোটি ৯৫ লাখ ৯ হাজার ৯৭২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে। প্রতিমন্ত্রীর স্ত্রীর ১৫ লাখ ৫০ হাজার ৭০০ টাকার স্থাবর সম্পদ বাড়লেও ১ কোটি ৫২ লাখ ৩৯ হাজার ৩ টাকার অস্থাবর সম্পদ কমেছে। এ ছাড়া ২০১৮ সালের পর পরিবারের অন্য সদস্যদের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১ কোটি ৬৭ লাখ ৫৪ হাজার ৫৯৬ টাকা জমা রয়েছে।
মাহবুব আলীর বিরুদ্ধে কোনো মামলা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। তাঁর ব্যাংকে দায়দেনা নেই। পেশায় মাহবুব আলী নগদ ৩ লাখ ৫০০ টাকা আছে, যা ২০১৮ সালে ছিল ৫ লাখ ৪৩ হাজার টাকা। আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমা ৩ কোটি ১৮ লাখ ৮৮ হাজার ৬১৮ টাকা। ২০১৮ সালে ছিল ৮০ লাখ ৭ হাজার ৫১৬ টাকা।