সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতের মাধ্যমে স্বাধীনতাকে সুসংহত করতে হবে । ড.আহমদআবদুলকাদেরঢাকা, ১৬ ডিসেম্বর ২০২১ইং
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক সুবিচার নিশ্চিতের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সুসংহত করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় অন্যায়, অবিচার, ঘুষ-দুর্নীতি, বেকারত্ব মুক্ত দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতবৃহষ্পতিবার সকাল ৯টায় বিজয় নগরস্থ মজলিস মিলনায়তনে সংগঠনের ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তাহওদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনা পেশ করেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুল হক আমিনী, এ্যাডভোকেট রফিকুল ইসলাম, মোঃ আবুল হোসেন, মুহাম্মদ হুমায়ুন কবির আজাদ, মাহবুবুর রহমান চৌধুরী, এডভোকেট সৈয়দ মুহাম্মদ সানাউল্লাহ, মোঃ গিয়াস উদ্দিন, মাওলানা আবদুল হাফিজ আমিনী, মশিউর রহমান, জারির হোসাইন, নূর মুহাম্মদ প্রমুখ।
এর আগে ভোরবেলা খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ের জাতীয় পতাকা উত্তলন করা হয়।