বাড্ডা থেকে গুলশান নেওয়ার পথে ২০৪ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার
স্বদেশ বাংলা ডেস্কঃ
রাজধানীর বাড্ডা থেকে গুলশানের দিকে যাওয়ার পথে ২০৪ বোতল বিদেশি মদসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার ভোরে তাকে উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. পারভেজ রানা।
গ্রেপ্তার মাদক কারবারি হলেন—আলমগীর গাইন (৫৫)। তিনি ভোলা জেলার বাসিন্দা। এ বিষয়ে র্যাব কর্মকর্তা মো. পারভেজ রানা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডায় অভিযান চালিয়ে ২০৪ বোতল বিদেশি মদসহ আলমগীর গাইন নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এসব মদ নিয়ে বাড্ডা থেকে গুলশানের দিকে যাচ্ছিলেন।’ গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পারভেজ রানা বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিদেশি মদ সংগ্রহ করে ঢাকার আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিলেন আলমগীর।’ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এ কর্মকর্তা।