এম এ সাইদ (তন্ময়) রাজশাহী বিভাগীয় চীফ :
রাজশাহীর বাঘায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে ডুব দিয়ে পুকুর পার হতে গিয়ে সজল হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে উপজেলার পীরগাছা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের নাসির উদ্দিনের ছেলে ও নওটিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সজল হোসেন স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়িতে আসে। পরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুব দিয়ে বন্ধুদের সঙ্গে ডুব দিয়ে পুকুর পার হওয়ার বাজি ধরে।
কিন্তু সজল পৌঁছার আগেই দমবন্ধ হয়ে অসুন্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক আলমগীর রেজা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ ঘটনাটি শুনেছেন বলে জানান।
বাঘায় বাজি ধরে পুকুর পার হতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।