অভি পাল, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
বাকলিয়া থানা পুলিশ টিম কর্তৃক ০৪ জন চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার করা সহ বিপুল পরিমান চোরাই মোবাইল ও মোবাইল সরঞ্জাম উদ্ধার।
১৮/১২/২০২১ তারিখ অনুমান রাত ১১ টা হইতে -১৯/১২/২০২১ তারিখ সকাল ১০ টার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা মোঃ ছালামত উল্লাহর, ৫নং ব্রীজ সংলগ্ন কল্পলোক আবসিক এর ২নং রোডের রাস্তার পশ্চিম পাশের ন্যাশনাল টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানের টিন কেটে দোকানের ভিতরে প্রবেশ করে ৩৫টি বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানীর ৮৫টি মোবাইল ব্যাটারী, বিভিন্ন কোম্পানীর ৮৮টি হেডফোন, ০৩টি টর্চ লাইট, ১৩টি মেমরি কার্ড ও নগদ ৩০,০০০টাকা চুরি করে । দোকানের মালিক মোঃ ছালামত উল্লাহ বাকলিয়া থানায় একটি মামলা রুজু করে।
মামলাটি রুজু হওয়ার পর উপ-পুলিশ কমিশনার(দক্ষিন) মহোদয়ের সার্বিক নির্দেশনায় বাকলিয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক এর নেতৃত্বে এসআই(নিঃ) সাজেদ কামাল, এসআই(নিঃ) মোঃ আমির হোসেন, এসআই(নিঃ) মোঃ আবুল কালাম, এএসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান, এএসআই(নিঃ) সংকর বড়ুয়া চট্টগ্রাম মহানগর এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত মোঃ জুয়েল প্রকাশ তাসকির(২০), মোঃ ইয়াছিন হোসেন প্রকাশ শাওন(২১), মোঃ তাইজুল ইসলাম প্রকাশ বাপ্পি(২০), নাহিদুল ইসলাম প্রকাশ আবিদ(১৯) দের গ্রেফতার করে।
চুরি হওয়া ৩২টি বিভিন্ন কোম্পানীর মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানীর ৮৫টি মোবাইল ব্যাটারী, বিভিন্ন কোম্পানীর ৮৮টি হেডফোন, ০৩টি টর্চ লাইট, ১৩টি মেমরি কার্ড এবং চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
Attachments area