বাউফলে সাবেক চীফ হুইপের আয়োজনে সরকারি কর্মকর্তাদের ঈদ পুনর্মিলনী।
সঞ্জয় দেবনাথ: বাউফল
পটুয়াখালীর বাউফল উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়। আজ ২জুলাই রবিবার সকাল ১১ টায় বাউফল উপজেলা প্রশাসন মিলনায়তন নতুন ভবনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আ স ম ফিরোজ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন বিশেষ করে দেশের দক্ষিন অঞ্চলের উন্নয়নে জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদানের কথা বলেন। তিনি আরো বলেন, মানণীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা জনবান্ধব নেত্রী। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প আর কিছুই নেই।সরকার,প্রশাসন ও জনগন একসাথে কাজ করলেই দেশের উন্নয়ন সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পি কে সাহা,ডাঃ এ এস এম সায়েম,একাডেমিক সুপারভাইজার মোঃ নুরনবী,
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুনুর রশিদ খান, এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,সুধী সমাজ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।