অভি পাল, মহানগর প্রতিনিধি,চট্টগ্রাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত মুজিববর্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর আশ্রয়ণ কর্মসূচীর আওতায় সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায়,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি টিপু সুলতান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে, বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের সহযোগিতায় অসহায় রহিম বক্সের জন্য নির্মিত ঘরের গৃহপ্রবেশ অনুষ্ঠান ২১ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী নেতা বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান,উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরি, বোয়ালখালী পৌর মেয়র জহিরুল ইসলাম জহুর,দক্ষিণ জেলা আওয়ামী নেতা রেজাউল করিম বাবুল,আওয়ামী নেতা নুরুল আফসার হীরা, বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান রানা,ও সাধারণ সম্পাদক সায়েম কবির, হাজী সেলিম, ওয়াসিম মুরাদ,হাসান সিদ্দিকী, নিজাম উদ্দিন, জানে আলম, নাসির উদ্দিন,আবুল মনসুর,জুয়েল ঘোষসহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মোছলেম উদ্দিন আহমেদ বলেন,আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন অসহায় মানুষের গৃহ নির্মাণ করে দেবার যে সংগ্রামে অবতীর্ণ হয়েছেন; সেই সংগ্রামে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র মহৎ কর্মোদ্যোগের পাশে থেকে আশ্রয় কর্মসূচি পরিচালনা ও বাস্তবায়নে ভূমিকা রেখে যাবে।
অধ্যাপক পার্থ সারথি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে নিবেদিতভাবে কাজ করার চেষ্টা করছি । মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশে একজন মানুষও গৃহহীন হয়ে থাকবে না’ এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী বোয়ালখালী উপজেলা যুবলীগের উদ্যোগে এই অসহায় পরিবারটিকে একটি ঘর করে দেয়া হয়েছে।
ঘর পেয়ে রহিম বক্স বলেন যুবলীগের এ ঘর পেয়ে আমি খুব খুশি। এতো দিন একটি ঘরের অভাবে ঝড় বৃষ্টিতে ভিজছি। আজ থেকে ছেলে সন্তান নিয়ে নিরাপদ আশ্রয় পেলাম।