,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

বাংলাদেশের রোগীর জন্য ভারতের চেন্নাইয়ের সিমস হাসপাতালে চালু হলো রোবোটিক সার্জারি হেল্পলাইন ।

স্বল্পব্যয়ে অত্যাধুনিক রোবোটিক সার্জারির অনন্য চিকিৎসা সুবিধা বাংলাদেশের রোগীদের কাছে পৌঁছে দিতে ভারতীয় বহুমাত্রিক স্বাস্থ্য সেবাদাতা উদ্যোগ চেন্নাইয়ের সময় হাসপাতাল একটি জরুরি হেল্পলাইন ।জাতীয় প্রেসক্লাবের ভিআইপি অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে তার আনুষ্ঠানিকতা উদ্বোধন হয়ে গেল আজ (১৮ সেপ্টেম্বর, রবিবার) সকাল সাড়ে ১০ টায়। রোবোটিক সার্জারি হেল্পলাইন নাম্বারের উদ্বোধনী এ আয়োজনে সবাইকে স্বাগত জানান সিমস হাসপাতালের ইনস্টিটিউট অব রেনাল সাইন্স অ্যান্ড ট্রান্সপ্লান্টেশনের ইউরোলজি বিভাগের পরিচালক ও সিনিয়র কনসালট্যান্ট ডা. মুধু ভিরামাণি। একইসঙ্গে তিনি রোবট নিয়ন্ত্রিত সার্জারি খাতে অর্জিত বিভিন্ন অগ্রগতি বিষয়ে উপস্থিত সবার সামনে সহজ ভাষায় তুলে ধরেন। রোবোটিক সার্জারির সুবিধাগুলি করে তিনি জানান, এর ফলে রোগীকে আগের তুলনায় আরো কম সময় হাসপাতালে থাকতে হবে, অর্থতি এবং ব্যথা আরো কম হবে, দ্রুততর হবে আরোগ্য, কাটাছেড়া কিংবা দাগ নিয়ে আরো অল্প ভোগান্তি সইতে হবে তাকে। অতিথিবর্গের সামনে রোবোটিক সার্জারির দক্ষতা ও সুবিধার বিষয়টি আরো বিশদভাবে তুলে ধরার জন্য তিনি একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করেন যেখানে দেখা যায়, সিমস হাসপাতালে কীভাবে সুদক্ষ ও অভিজ্ঞ সার্জনদের সহায়তা ও পরিচালনায় নির্ভুল ও নিখুঁতভাবে রোবোটিক ছাতগুলো সফলভাবে রোগীর সার্জারি করছে। ডা. ভিরামাণি জানান, রোবোটিক মিনিমাল অ্যাকসেস সার্জারিতে দক্ষ সার্জনের অভিজ্ঞতা ও অত্যাধুনিক কম্পিউটারের দক্ষতার সম ঘটিয়ে সাধারণ এবং জটিল সব ধরনের সার্জারি আরো নিয়ন্ত্রিত, নির্ভুল ও নিখুঁতভাবে সম্পন্ন করা সম্ভব। একই সময় নিজের হাতে এ পর্যন্ত বাংলাদেশের প্রায় সহস্রাধিক রোগীর চিকিৎসা দানের অভিজ্ঞতাও তুলে ধরেন প্রখ্যাত এই সার্জন। এরপর একটি আনন্দঘন পরিবেশে ডা. মুথু ভিরামানি এবং অন্যান্য সেলিব্রিটিদের উপস্থিতিতে বাংলাদেশের রোগীদের জন্য হাসপাতালের রোবোটিক সাজারি হেয়লাইন নাম্বার +৮৮০ ১৯৬৬-৬৩৮৬১০ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এরপর প্রশ্নোত্তর পর্বে শ্রোতাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন ডা. ভিরামাণি নির্ভুল ও সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করার মানসে মানবিক হাতের প্রথাগত সীমাবদ্ধতা অতিক্রম করেছে সিনস হাসপাতাল। বর্তমানে ইউরোলজি, গাইনিকোলজি, সার্জিক্যাল গ্যাস্ট্রোএনট্রোলজি, সার্জিক্যাল অনকোলজি এবং জেনারেল সার্জারি খাতে প্রয়োগ করা হচ্ছে রোবোটিক সার্জারি। উল্লেখ্য, ৩৪৫ শয্যার এ হাসপাতালে আরো আছে একাধিক প্রত্যঙ্গ প্রতিস্থাপন সেবা। এছাড়া এক ছাদের নিচেই রয়েছে ১৫টি মড্যুলার অপারেশন থিয়েটার, ৩টি অত্যাধুনিক ক্যাথ ল্যাব, হেপা-ফিল্টারসমৃদ্ধ অত্যাধুনিক আইসিইউ এবং চিকিৎসা প্রযুক্তির সর্ববিধ সুবিধা ।

 

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ