ফ্রান্সে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত।
রিপোর্টার
মোঃ ইসমাইল হোসেন
১৯ জুন রোজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, ফ্রান্স শাখার প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাস্থি ছিলেন সৈয়দ শফিকুর রহমান পলাশ
জাতীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য, তিনি তার বক্তব্যে বলেন। বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস সংস্কৃতির মাধ্যমে সমগ্র দেশে ছড়িয়ে দেওয়ায় সংগঠনটির লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকে দেশে বিদেশে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ।
কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ফ্রান্স শাখার ২৯ সদস্যের কমিটি অনুমোদন প্রদান করা হয় গত ০৪ জুন ২০২৩ তারিখে। উল্লেখিত কমিটি আগামী ৫ জুন ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময়ে জাতীয় অনুষ্ঠানসমূহের আয়োজন করতে হবে। নির্দিষ্ট সময়ের ৯০ দিন পূর্বে নতুন কমিটি গঠনের জন্য গঠনতন্ত্র অনুসরণ করতে হবে। সমগ্র ইউরোপসহ এ কমিটির বিশেষ দেখাশোনার দায়িত্বে থাকবেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শফিকুর রহমান পলাশ।
সভাপতি, মোঃ আমিনুর রহমান (আবদুল মতিন) সিনিয়র সহ সভাপতি, ফয়সাল আহমেদ, সহ সভাপতি, সেলিম আহমেদ, সহ সভাপতি আবদুল জলিল, সহ সভাপতি, মোঃ কামাল মোরশেদ পিন্টু, সাধারণ সম্পাদক, সাঈদ আহমেদ( জুমন), যুগ্ম সাধারণ আহবায়ক, হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ আহবায়ক, মারুফ ফয়সাল, যুগ্ম সাধারণ আহবায়ক, অলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক, বদরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক, বোরহান উদ্দিন লাল, সহ সাংগঠনিক সম্পাদক, ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক, নুরুল আমিন, প্রচার সম্পাদক, আতিক আল হাসান, সাংস্কৃতিক সম্পাদক, বিউটি চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক, কামরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদক, মারুফা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক, জায়েদা বেগম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইয়াকুব প্রধান, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, নাদিম হায়দার, শিক্ষা বিষয়ক সম্পাদক, রাকিব, নির্বাহী সদস্য, ফয়ছল উদ্দিন, আকবর খান, মোঃ হাবিবুর রহমান, শিমুল, সোহেল আহমেদ, হাসান, মোঃ জামাল উদ্দিন, নাইল মোল্লা।
সভা শেষে ফ্রান্স আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব দিলওয়ার হোসেন কয়েস সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ-সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিনুর রহমান ফারুক এবং সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ জুম্মন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
এ ধরনের আরো সংবাদ





