রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা গোসাইবাড়ি থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার গোসাইবাড়ি চুলকাটাই মৌজার একটি পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় কৃষকরা গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লাশের শরীরে কালো ওড়না, বোরকা ও গোলাপী সালোয়ার রয়েছে। পুলিশের ধারনা দুর্বৃত্তরা ধর্ষণের পর নারীর গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পাট ক্ষেতে ফেলে রেখে গেছে।
আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার পাবনা সদর সার্কেল ইবনে মিজান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাবনায় পাট ক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।