রাজশাহী থেকে এম এ সৈয়দ তন্ময় :
পাবনার আটঘরিয়ায় অজ্ঞাতনামা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল আটটার দিকে উপজেলা বাওইকোলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সকালে বাওইকোলা গ্রামে চাটমোহর-পাবনা সড়কের পাশে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, তরুণীর নাম পরিচয় জানা যায়নি। বয়স হবে ২০-২২ বছর। পড়নে রয়েছে থ্রি-পিস। গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে তরুণীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ এখানে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
পাবনায় অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।