ন্যাশনাল পিপলস পার্টির লিফলেট বিতরণ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়ার আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ শুক্রবার (২১জুলাই) সকালে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তাস্থ নিজ বাস ভবনে নড়াইল ও লোহাগড়া এনপিপির নেতা কর্মীদের সাথে আগামী ২৯ জুলাই নড়াইল জেলা এনপিপির কর্মী সমাবেশের প্রস্তুতির জন্য এক মতবিনিময় সভা করেন।
এছাড়া ওইদিন বিকালে লোহাগড়ার বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন। এ সময় ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন আমাকে যদি জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন আমি জনগণের পাশে সব সময় থাকবো এবং তাদের মৌলিক অধিকার নিয়ে সংসদে কথা বলবো। যেন সরকারের সহায়তায় সকল মানুষ কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। কোন মানুষ যেন বেকার না থাকে সেদিকে সব থেকে বেশি লক্ষ্য রাখার কথা বলেন।
এ ধরনের আরো সংবাদ





