মাঈন উদ্দিন সরকার রয়েলঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫৯ নেত্রকোনা-৩ আসন (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, নেত্রকোনা জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে প্রায় বিশ বছর যাবৎ নেত্রকোনা জেলা কৃষকলীগের সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এর পূর্বে তিনি প্রায় ১৪ বছর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় তিনি আটপাড়া থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মনোনয়ন প্রত্যাশী কৃষক নেতা কেশব রঞ্জন সরকার শনিবার বিকেলে এ প্রতিনিধির সাথে আলাপকালে জানান-নেত্রকোনা জেলায় ৭৭৪ টি ওর্য়াড,৮৬ টি ইউনিয়ন,৫ টি পৌরসভায় ৩৪ বছর পর্যন্ত কৃষকলীগের নিয়মিত কাউন্সিল অধিবেশন সম্পন্ন করে সংগঠনকে প্রাতিষ্ঠানিক রুপদানে সক্ষম হয়েছি। এছাড়াও ১৯৯৫ সালে ১০ ফেব্রুয়ারী হতে মার্চ মাসব্যাপী পর্যায়ক্রমে ৪০ হাজার কৃষক নিয়ে জেলায় সার চোর,গম চোর খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে দুর্বার কৃষক আন্দোলন গড়ে তুলি। সে দুইমাস সরবার ছিলনা। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে বিরোধী দলীয় নেতা হিসেবে নেত্রকোনা সরেজমিনে এসে কৃষক সমাজের পাশে দাঁড়িয়েছিলেন এবং ৫৪ জন কৃষকলীগের নেতাসহ ১৭ হাজার কৃষকের নামে মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবি জানিয়েছিলেন। কৃষকলীগ নেতা কেশব রঞ্জন সরকার আরও জানান-১৯৯৭ সালে বাংলাদেশ কৃষকলীগের কৃষক-মহাসমাবেশ নেত্রকোনার মোক্তারপাড়া সফলভাবে সম্পন্ন করেছিলাম এবং সেই সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী দেশরতœ,কৃষকরতœ জননেত্রী শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদের ১২ জন সদস্যসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০০৮ সনে কৃষকদের নিকট ভুতর্কি চেক হস্তান্তর অনুষ্ঠানটিকে কৃষক সমাবেশে পরিণত করি আটপাড়া বালিয়াকান্দি মাদ্রাসা ময়দানে। তিনি আরও বলেন-প্রায় ১৫ হাজার কৃষকের উপস্থিতিতে নেত্রকোনা পাবলিক হল প্রাঙ্গনে অনুষ্ঠিত জঙ্গী,সন্ত্রাস ও স্ম্প্রদায়িকতার বিরুদ্ধে কৃষক সমাবেশ সফল করেছি । এতে প্রতিমন্ত্রী,উপমন্ত্রী এবং কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রেখেছিলেন। জননেত্রী শেখ হাসিনা ঘোষিত প্রতিটি কর্মসূচী মাঠ পর্যায়ে সভা সমাবেশ ,উঠান বৈঠকের মাধ্যমে বাস্তবায়ন করেছেন বলেও –তিনি জানান। দলীয় স্বার্থে বিভিন্ন আন্দোলনে সক্রিয় নেতৃত্বদানকারী এ কৃষক নেতা জোর দিয়ে বলেন-আমি আগামী একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। কেননা এদেশের অধিকাংশ জনগণই কৃষক। আর কৃষকগন চায় আটপাড়া কেন্দুয়ায় একজন কৃষক নেতা প্রতিনিধিত্ব করুক। কেশব রঞ্জন সরকার উল্লেখ করে বলেন-আমি সরকারের বিভিন্ন নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্ব পালন কনি যেমন-নেত্রকোনা জেলা সার,বীজ মনিটরিং কমিটির সদস্য,জেলা কৃষি রৃণ কমিটির সদস্য,জেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সদস্য,জেলায় একটি বাড়ী একটি খামার বাস্তবায়ন কমিটির সদস্য,জেলা কৃষি পূর্ণবাসন কমিটির সদস্য ও জেলা অর্পিত সম্পত্তি কমিটির সদস্য ইত্যাদি উল্লেখযোগ্য। সামাজিক,সাংস্কৃতিকসহ উন্নয়ন মূলক কর্মকান্ডেও তিনি অতীতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং বর্তমানেও করছেন বলে দাবী করে বলেন-আমার আবেদনের প্রেক্ষিতে আটপাড়া উপজেলায় বিভিন্ন রাস্তা,ব্রীজ নির্মানের জন্য ৪০ কোটি টাকার বরাদ্দ ,যা প্রধানমন্ত্রী উদ্বোধন করার প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও প্রক্রিয়াধীন রয়েছে আটপাড়া উপজেলার নদী ভাঙ্গন রোধকল্পে ১৮ কোটি টাকা বরাদ্দ,তা প্রধানমন্ত্রী উদ্বোধনের প্রক্রিয়াধীন। নেত্রকোনা জেলা সদরের নন-ইউরিয়া সারের গুদাম নির্মাণ,বীজ গুদাম নির্মাণ কাজ চলছে। বাফার-ইউরিয়া সার গুদাম অনুমোদন প্রক্রিয়াধীন। আলুবীজের হিমাগার স্থাপন করতে কৃষি মন্ত্রণালয়ের অনুমোদনেরজন্য প্রক্রিয়াধীন । এসব গুলোতে আমি সক্রিয় ভূমিকা পালন করছি বলে কেশব রঞ্জন সরকার এ প্রতিনিধিকে বলেন । এ সময় তিনি-উল্লেখিত বিষয় সমূহ উল্লেখসহ জীবন বৃত্তান্ত শিরোনামে লিপিবদ্ধ আকারে তাঁর স্বাক্ষরিত দুই পৃষ্ঠার কম্পিউটার কম্পোজকৃত কপি এ প্রতিনিধির হাতে তুলে দেন । একান্ত আলাপকালে পরিশেষে তিনি বলেন-মাঠ পর্যায়ের সংগঠক হিসেবে আটপাড়া-কেন্দুয়া উপজেলার প্রতিটি গ্রামের প্রতিটি বাড়ির পরিচিত ব্যক্তি হিসেবে ১৫৯ নেত্রকোনা ৩ আসনে সার্বিক উন্নয়ননে কাজ বরার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দানের জন্য আমি জননেত্রী শেখ হাসিনার উদারতাপূর্ণ অকৃত্রিম সহযোগিতা ও মনোনয়ন দানের জন্য উনাঁর কাছে অনুরোধ জানাচ্ছি। আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে লেখনীর মাধ্যমে জাতির সামনে সরকারে উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য কৃসক নেতা কেশব রঞ্জন সরকার- সাংবাদিক সমাজের প্রতি উদাত্ত আহ্বান রাখেন ।