মাসুদুল করিম মাসুদ: তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে জেলা ক্রীড়া অফিস ফুটবল টুর্নামেন্ট।
আজ শুক্রবার পৌর শহরের মোক্তারপাড়া মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালে ঠাকুরাকোনা রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চল্লিশা উত্তর বিশিউরা অনির্বাণ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। জেলা ক্রীড়া কার্যালয় ওই আসরের আয়োজন করে।
উদ্যোগে শুক্রবার প্রধান অতিথি হিসেবে স্কুল পর্যায়ের ফুটবল ফাইনালে পুরস্কার বিতরণ করেন নেত্রকোনার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী প্রমুখ।
নেত্রকোনা সদর উপজেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।