কেন্দুয়া থেকে মাঈন উদ্দিন সরকার রয়েলঃ নেত্রকোণা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সঙ্গে তাঁর কার্যালয়ে শনিবার দুপুরে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় তারা পুলিশ সুপারকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। মত বিনিময়কালে মহান মুক্তিযুদ্ধের চেতনায় নব গঠিত কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আগামীর কর্ম পরিকল্পনা ও সাংবাদিক সমাজের পেশাগত স্বাধীনতা ও মর্যাদা বৃদ্ধি সহ নানা দিক তুলে ধরে কথা বলেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার কার্যনির্বাহী সদস্য শিমুল মিল্কি, সাংগঠনিক সম্পাদক মাঈনউদ্দিন সরকার রয়েল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি কামরুল হাসান সবুজ অর্থ সম্পাদক শাহআলম তালুকদার দপ্তর সম্পাদক লুৎফুর রহমান হৃদয় কার্য নির্বাহী সদস্য মনোরঞ্জন সরকার, দেবল চন্দ্র দাস,মো: মুশফিকুর রহমান ও পল্লব চক্রবর্তী। পুলিশ সুপার জয়দেব চৌধরী সাংবাদিক সমাজের পেশাগত স্বাধীনতা ও মর্যাদা অক্ষুন্ন রাখতে বন্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহবান জানান। এ ছাড়া তিনি কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে বলেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে সংবাদিক সমাজ মাদক ও জঙ্গিমুক্ত সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এদিকে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সকলকে শুভেচ্ছা জানান জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার।