,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

নিউরোস্পাইন  সোসাইটি অফ বাংলাদেশ জাতীয়  নির্বাচন-২০২১

গত ৩০ শে ডিসেম্বর ২০২১ইং তারিখে নিউরোস্পাইন  সোসাইটি অফ বাংলাদেশ জাতীয়  নির্বাচন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারী বিভাগের লেকচার হলে অনুষ্ঠিত হয় ।উক্ত নির্বাচনে বাংলাদেশের প্রখ্যাত নিউরো সার্জন অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন  সভাপতি হিসেবেবিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ।

উল্যেখ্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিব  মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারী বিভাগের  সহযোগী  অধ্যাপক এবং ডীন ও সিন্ডিকেট সদস্য । অধ্যাপক ডাঃ মোহম্মদ হোসেন এবং তার প্যানেল বিপুল ভোটে জয় লাভ করেন ।সারাদেশের ১৭১ জন  নিউরো জার্জনগন ভোট প্রদান করেন ।সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ।

ঢাকা মেডিক্যাল কলেজের নিউরো সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক  ডাঃ মোঃ রফিকুল ইসলাম ।অদ্যাপক ডাঃ  মোহাম্মদ হোসেন বাংলাদেশ  সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বাস্থ্য সেবার উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে বাংলাদেশকে আধুনিক নিউরো সার্জিক্যাল্েবেং স্পাইনাল নিউরো সার্জারী স্বাস্থ্য  সেবার অওতায় আনার ওপর  গুরুত্ব আরোপ করেন । তিনি দেশের সাধার জনগনের দোড়গোড়ায় নিউরো সার্জারী বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার এবং  নিউরো সার্জন গনের পেষাগত  উন্নয়নের অধিকৃত ট্রেনিং এর উপর গুরুত্ব অরোপ করেন ।

প্যানেল সহ বিজয়ী প্রার্থীগন হলেন – প্রেসিডেন্ট-অ্যাপক  ডাঃ মোহাম্মদ হোসেন ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট –অধ্যাপক ডাঃ মোহাম্মদ কামাল উদ্দিন ,জেনারেল সেক্রেটারী –ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম ,ট্রেজারার – ডাঃ এটি এম আসাদুল্লাহ, জয়েন্ট সেক্রেটারী –ডাঃ মোহাম্মদ  আতিকুর রহমান ,সায়েন্টিফিক সেক্রেটারী- ডাঃ মুনসুর আহম্মেদ, প্রেস এন্ড পাবলিক সেক্রেটারী- ডাঃ মোহাম্মদ ফরিদ রায়হান । সদস্য বৃন্দ- অধ্যাপক আবুল খায়ের ডাঃ মোহাম্মদ ,শাহনেওয়াজ বারী, ডাঃ মোহাম্মদ জয়নুল ইসলাম , ডাঃ ইজমা আযম, ডাঃ দেওয়ান সামুল আসিফ ।

 

 

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ