নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল
নিজস্ব প্রতিবেদক:
নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর বরিশাল শোরুম উদ্ধোধন করা হয়েছে। ঠিকানা: হাউজ-৮৩৫, হক ম্যানশন, ১নং পুল সংলগ্ন, সিএন্ডবি রোড, বরিশাল। প্রধান অতিথি হিসাবে বরিশাল শো-রুম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনাব মো: রফিকুল ইসলাম, পুলিশ কমিশনার (বিএমপি), বরিশাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: ইলিয়াছ সরকার-ব্যবস্থাপনা পরিচালক, ব্রাদার্স ফার্নিচার লি: এবং জনাব মোহাম্মদ কামাল হোসেন-হেড অব মার্কেটিং এন্ড সেলস, ব্রাদার্স ফার্নিচার লি:। এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষ্যে ফার্নিচার কিনলেই পাচ্ছেন ৫ থেকে ১৫% পর্যন্ত ডিসকাউন্ট। এ অফার চলবে আগামী ২৪ ডিসেম্বর-২০২৪ইং তারিখ পর্যন্ত।