মাদক ব্যবসায়ের সাথে জড়িত পলাশ মোল্যা (৩৫) ও নিলু মোল্যা (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত পলাশ মোল্যা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রামকান্তপুর গ্রামের কাউছার মোল্যার ছেলে এবং নিলু মোল্যা একই গ্রামের মৃত জবু মোল্যার ছেলে। রবিবার (০৩ সেপ্টেম্বর) সকালে লোহাগড়ার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই রবিউল ইসলাম ও এ এস আই সাকের আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৩০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ধরনের আরো সংবাদ
নড়াইলে দুর্বৃত্তদের হামলায় অন্তঃসত্ত্বা মহিলাসহ জখম দুই, স্বর্ণালংকার ছিনতাই।
নড়াইলে চাঞ্চল্যকর বাবলু শেখ হত্যার ঘটনায় ২৭ জনের নামে মামলা দায়ের
নড়াইলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ লাগিয়ে জমি দখলের চেষ্টা।
ঝালকাঠির রাজাপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি চট্রগ্রামে গ্রেফতার।
ভোলাহাটের ১ রাতে ৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেফতার
পাবনা র্যাব কর্তৃক হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার


