,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

নড়াইলে মতুয়া মিশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

নড়াইলে মতুয়া মিশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরী। হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মতুয়া রত্ন বলদেব বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলন উদ্বোধন করেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামীলীগের সহ-সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এস, এম আসিফুর রহমান বাপ্পী, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা হরিগুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মতুয়ামাতা সুর্বনা ঠাকুর, রোটারিয়ান ড.শরীফ আশরাফুজ্জামান, রোটারিয়ান ফরিদা ইয়াসমীন।

স্বাগত বক্তব্য রাখেন হরিগুরুচাঁদ মতুয়া মিশন জেলা কমিটির সাধারন সম্পাদক অসীম পাল।
কর্মী সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে শত মত মতুয়া ঢাক-ঢোল পিটিয়ে অংশগ্রহণ করেন। মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটি ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তৃতা করেন।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ