স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বাবুল শেখের চাচাতো ভাই রিপন শেখসহ আপন চার ভাই বাবুলের দাবিকৃত জমিতে থাকা তালগাছ কাটতে যান। এ সময় খবর পেয়ে বাবুল শেখ ঘটনাস্থলে যায়। পরে জমির তালগাছ কাটাকে কেন্দ্র করে উভয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রিপন শেখের হাতে থাকা দেশীয় অস্ত্র হাসুয়ার কোপে বাবুল শেখ গুরুতর জখম হয়।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার হাসান হাবিবুর রহমান তাকে মৃত ঘোষনা করেন। নিহতের ভাইপো রামিম শেখ জানান, পূর্ব শত্রুতার জের ধরে এবং তালগাছ কাটাকে কেন্দ্র করে মৃতঃ আজমল শেখের ছেলে রিপন শেখ, নাসির শেখ, মুরাদ শেখ, উইনসান শেখ বাবুল শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।
এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকান্ডে জড়িতদের আটকের জন্য পুলিশী অভিযান চলছে।
এ ধরনের আরো সংবাদ
লোহাগড়ায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ সদস্য আহত, মামলা দায়ের
লোহাগড়ায় দিন মজুরকে পিটিয়ে হত্যা
নড়াইলে নৌকাডুবিতে এক মাছ ব্যবসায়ী নিখোঁজ
যুবলীগের মহা সমাবেশের আমনন্ত্র পত্র হাতে পেলেন জনাব লেঃকর্ণেল ফারুক খান(এম পি)
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে নৌকাডুবিতে নিহত দু’ভাইয়ের পরিবারকে আর্থিক সহায়তা
নড়াইলে মধুমতী নদীতে জেলের জালে ধরা পড়লো ৫ মনের বিশাল এক শাপলাপাতা মাছ ।


